English Version
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ১৯:০৮

সাংবাদিক হত্যায় কেউ ছাড় পাবে না

নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক হত্যায় কেউ ছাড় পাবে না
ফাইল ছবি

ঢাকা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সিরাজগঞ্জে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে সাংবাদিক নিহতের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

মন্ত্রী বলেন, এই হত্যাকাণ্ডে যত বড় শক্তিশালী কিংবা প্রভাবশালীই জড়িত থাকুক না কেন অবশ্যই তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে আইপিএইচ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে  স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

এই ঘটনায় শাহজাদপুর পৌর মেয়র ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মীরু জড়িত থাকার প্রমাণ মিললে তাকেও গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান মন্ত্রী।

গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লগের দু’পক্ষের সংঘর্ষকালে পৌর মেয়র হালিমুল হক মীরুর শটগানের গুলিতে আহত হন দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান।