English Version
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০১৭ ১৩:৫৭

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

খাগড়াছড়ি: জেলার আলুটিলায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে সাতজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে ১০ জন।

শুক্রবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে প্রত্যক্ষদর্শীরা আশংকা করছেন। 

আহতদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আবদুল হান্নান নিহতরে বিষয়টি নিশ্চিত করেন। তবে তাদের পরিচায় জানাতে পারেননি।