English Version
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০১৭ ১৯:৫১

তিনদিনের সফরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট ঢাকায়

নিজস্ব প্রতিবেদক
তিনদিনের সফরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট ঢাকায়

ঢাকা : রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে তিনদিনের সরকারি সফরে ঢাকা এসেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

বুধবার বিকালে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে হামিদ মাহমুদ আব্বাসকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল। এসময় একটি শিশু তার হাতে ফুলের তোড়া তুলে দেন। পরে তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অর্নার দেয়।   সফরে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রী ড. রিয়াদ আল মালকী, প্রধান বিচারপতি মাহমুদ আলহাব্বাশ, রাষ্ট্রপতির মুখপাত্র নাবিল আবুরুদাইনাহ, কূটনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মাজদি খালদিসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা মাহমুদ আব্বাসের সঙ্গে রয়েছেন।

সফরকালে আব্বাস রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এ সকল বৈঠকে মাহমুদ আব্বাস দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন। এ সময়ে দু’দেশের মধ্যে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে যৌথ কমিশন গঠন সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

ঢাকা সফরে প্রেসিডেন্ট আব্বাস সাভার জাতীয় স্মৃতি সৌধে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তিনি ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। 

আগামী শুক্রবার ৩ ফেব্রুয়ারি ফিলিস্তিনের প্রেসিডেন্ট ঢাকা ত্যাগ করবেন।