English Version
আপডেট : ৩১ জানুয়ারি, ২০১৭ ২০:৪৮

সার্চ কমিটির হাতে ইসিদের সংক্ষিপ্ত তালিকা

নিজস্ব প্রতিবেদক
সার্চ কমিটির হাতে ইসিদের সংক্ষিপ্ত তালিকা
সার্চ কমিটির প্রধান-ফাইল ছবি

ঢাকা: রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেওয়া ৩১টি রাজনৈতিক দলের মধ্যে ২৮টি দল সার্চ কমিটির কাছে সম্ভাব্য নির্বাচন কমিশনরদের নাম প্রস্তাব করেছে। তাদের প্রস্তাবকৃত ১২৫ জনের নামের তালিকা থেকে ২০ জনের সংক্ষিপ্ত তালিক প্রস্তুত করেছেন সার্চ টিমের সদস্যরা। এমন তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল ইসলাম।

মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। 

এরআগে বিকেল সোয়া ৪টার দিকে প্রায় দুই ঘণ্টা ধরে রুদ্ধদার বৈঠক করে সার্চ কমিটি।

সোমবার বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সার্চ কমিটির মতবিনিময়ের সময় তারা রাজনৈতিক দলগুলোর দেওয়া নাম প্রকাশের জন্য সার্চ কমিটির কাছে আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তাদের এ আহ্বানে সার্চ কমিটির সদস্যরা বলেছিলেন ‘তাদের এ আবেদন গ্রহণযোগ্য নয়।’

এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল ইসলাম বলেন, ‘রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত নাম সার্চ কমিটির সম্পদ। সুতরাং এ নাম জনসম্মুখে প্রকাশের কোনো সুযোগ নেই। আমরা রাজনৈতিক দলগুলোর দেওয়া শতাধিক নাম থেকে ২০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছি।’

যারা সার্চ কমিটির কাছে নাম দেয়নি তাদের প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘যে সকল দলগুলো গুরুত্বপূর্ণ তারা সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব করেছে। যারা গুরুত্বপূর্ণ নয় তারা নাম দেয়নি।’

মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, ‘যে নামগুলো প্রস্তাব করা হয়েছে সেগুলো কমন না হলেও ভালো ও গ্রহণযোগ্য নাম।’

বুধবার সকাল ১১টার দিকে একই জায়গায় সমাজের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আরো একটি মত বিনিময় সভা করবে সার্চ কমিটির সদস্যরা।