English Version
আপডেট : ৩১ জানুয়ারি, ২০১৭ ১৪:২১

‘বইমেলায় থাকবে তিন স্তরের নিরাপত্তা’

নিজস্ব প্রতিবেদক
‘বইমেলায় থাকবে তিন স্তরের নিরাপত্তা’

ঢাকা :  ঢাকা মহানগর পুলিশের কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, অমর একুশে বইমেলা উপলক্ষে তিনস্তরের নিরাপত্তা নেয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বাংলা একাডেমি প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে তিনি এ তথ্য জানান।

আছাদুজ্জামান মিয়া বলেন, এবারের বইমেলায় জঙ্গি সংশ্লিষ্ট কিংবা ধর্ম-বিদ্বেষ তৈরি করতে পারে এধরনের কোনো বই প্রকাশ ও বিক্রি হচ্ছে কি না তা বাংলা একাডেমি দেখবে। এরপরও ডিএমপি এ বিষয়ে নজরদারি রাখবে। এ ধরনের বই প্রকাশ ও বিক্রি করা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, বইমেলার নিরাপত্তার জন্য  সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তাজনিত বিষয়ে শঙ্কাবোধ করলে যে কোনো লেখক, প্রকাশক চাইলে নিরাপত্তা পাবেন।

এসময় তিনি বলেন, মুক্ত চিন্তা করতে গিয়ে আপনা অন্যের ধর্ম অনুভূতিকে আঘাত করতে পারেন না। বিষয়টিকে গুলিয়ে ফেলার কোনো কারণ সেই।