English Version
আপডেট : ৩০ জানুয়ারি, ২০১৭ ২১:২৮

সার্চ কমিটিকে ১২ বিশিষ্ট নাগরিক তাদের মতামত জানালেন

নিজস্ব প্রতিবেদক
সার্চ কমিটিকে ১২ বিশিষ্ট নাগরিক তাদের মতামত জানালেন

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটিকে মতামত জানিয়েছেন দেশের ১২ জন বিশিষ্ট নাগরিক। 

সোমবার বিকেলে সপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটি আয়োজিত মতবিনিময় সভায় অংশ নিয়ে কীভাবে একটি দক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠিত হতে পারে সে বিষয়ে মতামত দেন আমন্ত্রিত নাগরিকরা। একটি দক্ষ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে দলনিরপেক্ষ, সৎ ও যোগ্য ব্যক্তি নির্বাচনের পরামর্শ দেন তারা। তবে তারা কোনো ব্যক্তির নাম প্রস্তাব করেননি।

আগামী ১ ফেব্রুয়ারি আরও ৫ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে মতামত নেবে সার্চ কমিটি। কমিটি।তারা হলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, সমকালের সম্পাদক গোলাম সারোয়ার, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনান ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, কীভাবে নির্বাচন কমিশন গঠিত হতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া নিয়ে মতামত দিয়েছেন বিশিষ্টজনেরা।তাদের মতামত রেকর্ড করা হয়েছে।

তিনি আরও জানান, আগামী বিকেল ৪টায় নিজেদের মধ্যে আবার বৈঠক করবে সার্চ কমিটি।

মতবিনিময় সভায় অংশ নেওয়া বিশিষ্ট নাগরিকদের মধ্যে ছিলেন বিচারপতি আবদুর রশিদ, ইউজিসির সাবেক চেয়ারম্যান ড. এ কে আজাদ চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম এ ফায়েজ, আইন ও সালিশ কেন্দ্রের সাবেক প্রধান নির্বাহী সুলতানা কামাল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসেন, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার সাখাওয়াৎ হোসেন, স্থানীয় সরকার গবেষক ড. তোফায়েল আহমেদ, সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার, সাবেক আইজিপি নূরুল হুদা, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।