English Version
আপডেট : ৩০ জানুয়ারি, ২০১৭ ১০:১১

‘দেশের প্রায় ৭ কোটি লোক ইন্টারনেট ব্যবহার করছে’

নিজস্ব প্রতিবেদক
‘দেশের প্রায় ৭ কোটি লোক ইন্টারনেট ব্যবহার করছে’

ঢাকা: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, বর্তমানে দেশের ১৩ কোটি লোক মোবাইল ব্যবহার করছে। এর মধ্য ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৬ কোটি ৬৯ লাখ।

গতকাল রোববার সংসদ অধিবেশনের চতুর্থ দিনে রাষ্ট্রপতির ভাষণে ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী-সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব। বর্তমানে ১৩ কোটি লোক মোবাইল ব্যবহার করছে। আর ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৬ কোটি ৬৯ লাখে দাঁড়িয়েছে।

বিএনপি সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, তাদের (বিএনপি) আমলে দেশ দুর্নীতিতে ৩ বার চ্যাম্পিয়ন হয়েছিলো। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশ ধীরে ধীরে দুর্নীতিমুক্ত হচ্ছে। তিনি বলেন, দেশে ১৯৮০ সালে প্রথম জঙ্গিবাদের উত্থান ঘটে। ২০০১ থেকে ২০০৭ সালের মধ্যে জঙ্গিরা সংগঠিত হয়েছে। গত ৮ বছরে বর্তমান সরকার জঙ্গিবাদ নির্মূলে ব্যাপক সাফল্য অর্জন করেছে। এ বিষয়টি আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত।