English Version
আপডেট : ২৯ জানুয়ারি, ২০১৭ ১৫:০৩

স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র দিয়ে জাহাঙ্গীর বাহিনীর আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র দিয়ে জাহাঙ্গীর বাহিনীর আত্মসমর্পণ
স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ

বরিশাল : সুন্দরবনের অন্যতম বৃহৎ দস্যু জাহাঙ্গীর বাহিনীর ২০জন সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালে হাতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন। বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির মধ্যস্থতায় তাদের এই আত্মসমর্পণ প্রক্রিয়া চলে। 

রোববার (২৯ জানুয়ারি) দুপুরে বরিশালে র‌্যাব-৮ এর কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কাছে দস্যু বাহিনীর প্রধান জাহাঙ্গীরসহ অন্তত ২০ সদস্য ৩১টি আগ্নেয়াস্ত্র এ ১ হাজার ৫০৭ রাউন্ড গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর   মহাপরিচালক বেনজীর আহমেদসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

জানা গেছে, জাহাঙ্গীর বাহিনী সুন্দরবনের সবচেয়ে বড় দস্যু বাহিনী হিসেবে পরিচিত। এ বাহিনীর দৌরাত্ম্যে সুন্দরবনের ওপর নির্ভরশীল কৃষক, জেলে ও ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়ে আসছিলেন।