English Version
আপডেট : ২৮ জানুয়ারি, ২০১৭ ১৪:৪৪

রাজনৈতিক দলগুলোর কাছে ৫টি করে নাম চায় সার্চ কমিটি

নিজস্ব প্রতিবেদক
রাজনৈতিক দলগুলোর কাছে ৫টি করে নাম চায় সার্চ কমিটি

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে রাষ্ট্রপতির সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর কাছে ৫ জনের নাম চেয়েছে সার্চ কমিটি।

শনিবার (২৮ জানুয়ারি) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির প্রথম বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ কথা জানিয়েছেন।

তিনি আরো বলেন, আজ সার্চ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। এ কমিটির পরবর্তী কর্মপদ্ধতি কি হবে তা নির্ধারণ করা হয়েছে। কমিটির প্রথম বৈঠকে দু’টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

দু’টির মধ্যে প্রথমটি হলো- যে সকল রাজনৈতিক দল রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করেছে তাদের কাছে ৫ জনের নামের প্রস্তাবনা চাওয়া হয়েছে।  আগামী ৩১ জানুয়ারি সকাল ১১টার মধ্যে নামের তালিকা মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিবের (প্রশাসন) কাছে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

দ্বিতীয় সিদ্ধান্ত, আগামী ৩০ জানুয়ারি সোমবার বিকাল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিশেষ নাগরিকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে।

বৈঠকে যেসব বিশেষ ব্যক্তিরা অংশ নেবেন তারা হলেন-বিচারপতি আব্দুর রশিদ, প্রফেসর ড. একে আজাদ চৌধুরী, প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী, এসএমএ ফায়েজ, সুলতানা কামাল, ড. একেএম সামসুল হুদা, ড. সহুল হোসাইন, বিগ্রেডিয়ার সাখাওয়াত হোসেন, ড. তোফায়েল আহমেদ, বদিউল আলম মজুমদার, প্রফেসর আবুল কাশেম, সাবেক আইজিপি নুরুল হুদা।

গত ২৫ জানুয়ারি নতুন ইসি গঠন করতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৬ সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করে দেন। 

গঠিত সার্চ কমিটি আগামী ১০দিনের মধ্যে অর্থাৎ আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে অনুসন্ধান কমিটিকে ইসির জন্য ব্যক্তিদের নাম সুপারিশ করতে হবে।