English Version
আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৭ ১৭:১৮

‘ধান উৎপাদনকে আরো গতিশীল করতে হবে’

আতিকুর রহমান (আতিক),
নিজস্ব প্রতিবেদক
‘ধান উৎপাদনকে আরো গতিশীল করতে হবে’
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী

গাজীপুর: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ধান উৎপাদনে দেশের সফলতার ধারাকে আরো গতিশীল করতে হবে। সে লক্ষে বন্যা, খরা, লবণাক্ততা ও জলাবদ্ধতাসহ বিভিন্ন প্রতিকূল পরিবেশ সহনশীল ধানের জাত ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের জন্য তিনি ‘ব্রি’র বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান।

গতকাল বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০১৫-১৬ এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।      কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মোহাম্মদ জালাল উদ্দীন এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. মনজুরুল হান্নান প্রমুখ।

কর্মশালায় ‘গবেষণা অগ্রগতি ২০১৫-১৬’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‘ব্রি’র পরিচালক (গবেষণা) ডঃ মো. আনছার আলী। ব্রি, বারি, বিএআরসি, ডিএই, ইরিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন।