English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০১৭ ১৫:১৮

প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে রোভার স্কাউট চালুর আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে রোভার স্কাউট চালুর আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত, দু’টি করে কাব স্কাউট দল, দু’টি স্কাউট দল ও দু’টি রোভার স্কাউট দল চালু করতে হবে। 

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে গোপালগঞ্জের মানিকদহ অবাসিক এলাকায় সপ্তাহব্যাপী একাদশ জাতীয় রোভার মুট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব  কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত, দু’টি করে কাব স্কাউট দল, দু’টি স্কাউট দল ও দু’টি রোভার স্কাউট দল চালু করতে হবে। এ জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে বাংলাদেশ স্কাউট’কে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। আমি আশা করি এই সহযোগিতা তারা করবেন।