English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০১৭ ১৩:৩৫

‘তদন্ত করে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ব্যবস্থা’

নিজস্ব প্রতিবেদক
‘তদন্ত করে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ব্যবস্থা’
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত-ফাইল ছবি

ঢাকা: ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের নামে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে কর সুবিধা নিয়েছেন, তা তদন্ত হওয়া উচিত বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘তথ্যপ্রযুক্তি খাতের রপ্তানি সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভা শেষ  সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

এর আগে গতকাল সংসদে প্রশ্ন উত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেয়া বক্তব্যের এব্যাপারে অর্থমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা একটি কঠিন বিষয়। তবে ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের নামে অনেক কর সুবিধা নিয়েছেন। এগুলো তদন্ত হওয়া উচিত।’

বুধবার সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ‘তিনি (ড. ইউনূস) ট্যাক্সও দেন না। তাঁর প্রচুর টাকা আছে। কোথা থেকে এল এই টাকা? এটা নিয়ে আমি কিছু বলতে চাইনি। এটা অর্থমন্ত্রীর দায়িত্ব। তিনি ব্যবস্থা নেবেন। তিনি মামলা করে রেখে দিয়েছেন। ট্যাক্স না দিয়ে ভালোই চলছেন। কিন্তু আমাদের ক্ষেত্রে পান থেকে চুন খসলে বিশাল আকারে দেখানো হয়।’ 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, তথ্যপ্রযুক্তি-বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, অর্থসচিব মাহবুব আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী প্রমুখ।