English Version
আপডেট : ২৫ জানুয়ারি, ২০১৭ ২৩:০২

বিচারপতি মাহমুদ হোসেনই সার্চ কমিটির প্রধান

নিজস্ব প্রতিবেদক
বিচারপতি মাহমুদ হোসেনই সার্চ কমিটির প্রধান
সার্চ কমিটির সদস্যরা

ঢাকা: আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বেই নির্বাচন কমিশন পুনর্গঠনে সার্চ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অপর ৫ সদস্যরা হলেন, হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সদিক, অডিটর জেনারেল মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মঞ্জুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাভিসি অধ্যাপিকা শিরিন আখতার।    মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ এই কমিটি গঠন করেন তবে দুইজন বিচারপতি নাম চূড়ান্ত করা হয় প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে।

বুধবার সকালে রাষ্ট্রপতির কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগকে সার্চ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগ আইন মন্ত্রণালয় ও সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শ করে সার-সংক্ষেপ আকারে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য নিয়ে যায়। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর তা আবারও রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে পরে গেজেট আকারে প্রকাশ করা হয়।

কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে সম্ভাব্য প্রধান নির্বাচন কমিশনার ও চারজন কমিশনার খুঁজে বের করার দায়িত্ব দেয়া হয়েছে। সার্চ কমিটি প্রতিটি নামের বিপরীতে দুইজনের নাম প্রস্তাব বা সুপারিশ করবে। রাষ্ট্রপতি তা থেকে একজন করে নাম চূড়ান্ত করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠালে এ বিভাগ থেকে কমিশনারদের নাম গেজেট আকারে প্রকাশ করা হবে।   প্রসঙ্গত, ২০১৩ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছিল।