English Version
আপডেট : ২৫ জানুয়ারি, ২০১৭ ১২:৪৩

ইসি গঠনে ছয় সদস্যের সার্চ কমিটি

নিজস্ব প্রতিবেদক
ইসি গঠনে ছয় সদস্যের সার্চ কমিটি
নির্বাচন কমিশন লোগো

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের জন্য ছয় সদস্যের সার্চ কমিটির নাম মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

বুধবার এই তথ্য জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন। এতে একজন নারী সদস্যের নাম রয়েছেন।

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা জানান, এই চিঠির আলোকে প্রজ্ঞাপন জারির কাজ চলছে। 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন ইসির মেয়াদ আগামী মাসে শেষ হবে। এর আগে নতুন ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ বিভিন্ন দলের সঙ্গে সংলাপ করেন।