English Version
আপডেট : ২৫ জানুয়ারি, ২০১৭ ০১:৪৯

কুটি মনসুর আর নেই

নিজস্ব প্রতিবেদক
কুটি মনসুর আর নেই

ঢাকা: বিশিষ্ট সুরকার, গীতিকার, গায়ক ও সংগীত পরিচালক কুটি মনসুর মারা গেছেন (ইন্নালিল্লাহি............রাজিউন)। 

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

লোকজ গানের জগতে অন্যতম পুরোধা ব্যক্তি কুটি মনসুর ১৯২৬ সালে ফরিদপুরের চরভদ্রাসন থানার লোহারটেক গ্রামে জন্মগ্রহণ করেন। পরিবার নিয়ে রাজধানীর বনশ্রী এলাকার ই ব্লকে ভাড়া বাসায় থাকতেন। 

কুটি মনসুর দীর্ঘ ৬০ বছরের সংগীত জীবনে পল্লীগীতি, আধুনিক, জারি-সারি, পালাগান, পুঁথিপাঠ, ভাটিয়ালি, মুর্শিদী, মারফতি, আধ্যাত্মিক, দেহতত্ত্ব, হামদ–নাত, ইসলামী প্রভৃতি বিষয়ে প্রায় আট হাজার গান লিখেছেন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি চার মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।