English Version
আপডেট : ২৪ জানুয়ারি, ২০১৭ ২২:৪০

‘মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদে জড়ালে কঠোর ব্যবস্থা’

নিজস্ব প্রতিবেদক
‘মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদে জড়ালে কঠোর ব্যবস্থা’
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাদকাসক্তি, সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে ছাত্রলীগকে দূরে থাকতে হবে। না হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

তিনি আজ মঙ্গলবার ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ হুশিয়ারি উচ্চারণ করেন। 

প্রধানমন্ত্রী বলেন, আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন করেছি। আমরা বিজয়ী জাতি। বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। নিজেদের অর্থে যদি আমরা পদ্মা সেতু করতে পারি তাহলে এই বাংলাদেশকে জাতির পিতার ক্ষুধা, দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ে তুলতে আমরা পারবো না কেন? 

প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া বলেছিলেন আওয়ামী লীগকে ধ্বংস করতে ছাত্রদলই যথেষ্ঠ। তাদের সময়ে শিক্ষক, ছাত্র হত্যাসহ নানা কর্মকান্ড তারা ঘটিয়েছে। কিন্তু আমি ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে বই, কলম তুলে দিয়েছিলাম। এটাই তাদের পথ। 

তিনি বলেন, বাংলাদেশে কোন জঙ্গিবাদের স্থান হবেনা। মাদকাসক্তি, সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। এ পথে যারা যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। দেশের শিক্ষাক্ষেত্রে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড উল্লেখ করে তিনি বলেন, আমরা চাই শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আমাদের ছেলেমেয়েরা যেন আধুনিক ও ডিজিটাল প্রযুক্তিতে শিক্ষালাভ করতে পারে। দেশকে আমরা প্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে চাই। 

আওয়ামী লীগ সভাপতি আশা প্রকাশ করে বলেন, ভোট ও ভাতের প্রতিটি আন্দোলন সংগ্রামে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে। ছাত্রলীগ সেই ঐতিহ্য সামনে এগিয়ে নিয়ে দেশের মুখ উজ্জ্বল করবে। পুনর্মিলনী অনুষ্ঠানে ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য দেন।