English Version
আপডেট : ২৪ জানুয়ারি, ২০১৭ ১৫:২৪
লাল-সবুজ নীলসাগর কোচের যাত্রা

‘ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে যশোর পর্যন্ত রেললাইন হবে’

নিজস্ব প্রতিবেদক
‘ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে যশোর পর্যন্ত রেললাইন হবে’

ঢাকা: ঢাকা থেকে উত্তরের চিলাহাটির উদ্দেশ্যে নতুন রূপ নিয়ে ছেড়ে গেছে নীলসাগর এক্সপ্রেস। আগামীতে ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে যশোর পর্যন্ত রেললাইন নির্মাণ করা হবে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল আটটায় ক্যান্টনমেন্ট রেলস্টেশনে ইন্দোনেশিয়ার লাল-সবুজ কোচে নীলসাগরের উদ্বোধন করেন রেলমন্ত্রী মু‌জিবুল হক।    রেলমন্ত্রী বলেন, বর্তমান সরকার রেলকে অনেক দূর উন্নয়ন ও অগ্রগ‌তির দিকে নিয়ে গেছে। আগামী ২০১৮ সালের মধ্যে দেশবাসী রেলের যুগান্তকারী উন্নয়ন দেখতে পাবেন।    মন্ত্রী আরো বলেন, পূর্বাঞ্চল এবং প‌শ্চিমাঞ্চলে সাড়ে ৬০০ রেল ক্র‌সিংয়ের মানোন্নয়ন করা হবে। এজন্য ১৮০০ গেট কিপার নিয়োগ দেয়া হচ্ছে।