English Version
আপডেট : ২৪ জানুয়ারি, ২০১৭ ১২:৫৩

অ্যাটর্নি জেনারেল পদেই থাকছেন মাহবুবে আলম

নিজস্ব প্রতিবেদক
অ্যাটর্নি জেনারেল পদেই থাকছেন মাহবুবে আলম
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

ঢাকা: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম পদ চ্যালেঞ্জ করে দায়ের করা রিটটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। 

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। রিটকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ।

৬৭ বছর পূর্ণ হয়ে যাওয়ায় মাহবুবে আলম অ্যাটর্নি জেনারেল পদে থাকতে পারেন না মর্মে দাবি করে তার পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে গত নভেম্বরে রিটটি করেন ইউনূস আলী আকন্দ।

প্রসঙ্গেত, সংবিধানের ৬৪(১)/৯৬(১) ধারা অনুযায়ী ৬৭ বছর পরে আর এই পদ নাই। ওই আইন লঙ্ঘন করে তিনি প্রায় আট বছর ধরে অ্যাটর্নি জেনারেল পদে বহাল আছেন। এছাড়া সংবিধানের ৯৬(১) অনুচ্ছেদে বলা হয়েছে, অন্যান্য নিয়মাবলী সাপেক্ষে কোন বিচারক ৬৭ বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত স্ব-পদে বহাল থাকবেন। সেই আইন অনুযায়ী গত বছরের ১৬ ফেব্রুয়ারি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের বয়স ৬৭ বছর পূর্ণ হয়েছে।

লিগ্যাল রিমেমব্রান্সের ম্যানুয়াল-১৯৬০ এর ক্লজ-২, চ্যাপ্টার ১ অনুযায়ী অ্যাটর্নি জেনারেলদের পদ ২ বছরের জন্য, কিন্তু ২ বছর পূর্বেও ৩ মাসের নোটিশ দিয়ে রাষ্ট্রপতি অপসারণ করতে পারে। কিন্তু ঐ আইন লঙ্ঘন করেও প্রায় ৮ বছর ধরে ঐ পদে বহাল আছেন।