English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০১৭ ১৭:৩৬

অ্যাটর্নি জেনারেলের পদে থাকার বৈধতার রায় মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক
অ্যাটর্নি জেনারেলের পদে থাকার বৈধতার রায় মঙ্গলবার
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমে

ঢাকা: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের আদেশ পিছিয়ে আগামীকাল মঙ্গলবার ধার্য করেছেন হাইকোর্ট।

সোমবার (২৩ জানুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

এর আগে গত সোমবার অ্যাটর্নি জেনারেলের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি শেষে আজকের জন্য দিন ধার্য করেন হাইকোর্ট।

গত ১০ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ অ্যাটর্নি জেনারেল পদে মাহবুবে আলমের থাকার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট আবেদন করেন।