English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০১৭ ০১:৫২

লিটন হত্যাকারীদের শাস্তির অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
লিটন হত্যাকারীদের শাস্তির অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের হত্যাকারীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রোববার (২২জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ অঙ্গীকারের কথা বলেন। 

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, বিএনপি-জামায়াত জোটের ভয়াল তাণ্ডব ও সন্ত্রাসী জনগণকে সঙ্গে রূখে দাঁড়িয়েছিলেন সংসদ সদস্য লিটন। যুদ্ধাপরাধী গোলাম আযমকেও তাঁর এলাকায় প্রবেশ করতে দেয়নি। এটাই হয়তো ছিল এমপি লিটনের বড় অপরাধ। এলাকার মানুষের শান্তি ও স্বস্তি নিশ্চিত করেছিল বলেই হয়তো তাঁকে এভাবে অকালে জীবন দিতে হলো। এ হত্যাকাণ্ড কোন ভাবেই মেনে নেওয়া যায় না। আমরা জঙ্গি-সন্ত্রাসীদের বিরুদ্ধে যেভাবে কঠোর অবস্থা নিয়েছি, তেমনিভাবেই লিটন হত্যাকারীদের খুঁজে বের করে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।  

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে এই আলোচনায় আরো অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রবীণ পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ আসম ফিরোজ, জাহাঙ্গীর কবির নানক, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জুনাইদ আহমেদ পলক, হুইপ মাহাবুব আরা গিনি, এ কে এম শামীম ওসমান, মীর শওকত আলী বাদশা ও জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ।