English Version
আপডেট : ২২ জানুয়ারি, ২০১৭ ১৬:২৩

মুসলিম উম্মার শান্তি কামনায় শেষ হলো ৫২তম বিশ্ব ইজতেমা

নিজস্ব প্রতিবেদক
মুসলিম উম্মার শান্তি কামনায় শেষ হলো ৫২তম বিশ্ব ইজতেমা

টঙ্গী (গাজীপুর): মুসলিম উম্মাহর সুখ-শান্তি, সমৃদ্ধি, সংহতি, অগ্রগতি এবং সার্বিক কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে টঙ্গীর তুরাগ তীরে শেষ হলো দুই পর্বের ৫২তম বিশ্ব ইজতেমা।

রোববার বেলা ১১টা ১০ মিনিটে শুরু হওয়া এই আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি দিল্লির মারকাজের শূরা সদস্য হজরত মাওলানা মুহাম্মদ সাদ। মোনাজাত শেষ হয় বেলা ১১টা ৪২ মিনিটে।   দীর্ঘ প্রায় ৩০ মিটিনের এই মোনাজাতে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখোরিত হয়ে উঠে পুরো টঙ্গীসহ আশাপাশের বেশ কয়েক কিলোমিটার এলাকা। 

মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে রহমত প্রার্থনা করেন তারা।    ২০ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হয় তিন দিন ব্যাপী ইজতেমার দ্বিতীয় পর্ব। এই পর্বে বাংলাদেশের ১৭টি জেলার ধর্মপ্রাণ মুসল্লি ও তাবলীগ অনুসারী দলের সদস্যরা যোগদান করেন। এতে বিশ্বের ৬৫টি দেশের প্রায় ১২ হাজার বিদেশি অতিথিরা অংশ নিয়েছেন। এর আগে ৫২তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয় ১৩ জানুয়ারি। আর ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় প্রথম পর্ব।

উল্লেখ্য আগামী বছরের ১০ই জানুয়ারি থেকে টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হবে ৫৩তম বিশ্ব ইজতেমা।