English Version
আপডেট : ২২ জানুয়ারি, ২০১৭ ১০:৫৭

নতুন বছরের প্রথম সংসদ অধিবেশন বসছে আজ

নিজস্ব প্রতিবেদক
নতুন বছরের প্রথম সংসদ অধিবেশন বসছে আজ

ঢাকা: নতুন বছরে ২০১৭ সালের প্রথম সংসদ অধিবেশন বসছে আজ বিকালে। চলতি দশম জাতীয় সংসদের এটি চতুর্দশ অধিবেশন। 

রোববার বিকাল ৪টায় শুরু হতে যাওয়া এই অধিবেশনে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ ভাষণ দেবেন। 

রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ অধিবেশন মুলতবি করা হবে। এরপর অধিবেশন শুরু হলে চিফ হুইপ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনবেন। সংসদ সদস্যরা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করবেন।

অধিবেশন শুরুর আগে বিকাল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। এতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদসহ সদস্যরা বৈঠকে অংশ গ্রহণ করবেন।   এদিকে, বছরের প্রথম অধিবেশন উপলক্ষে সংসদ ভবন এলাকায় লোক সাজসজ্জার ব্যবস্থা করা হয়েছে।