English Version
আপডেট : ২২ জানুয়ারি, ২০১৭ ০১:১৯

ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসতে পারেন মাহমুদ আব্বাস

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসতে পারেন মাহমুদ আব্বাস

ঢাকা: আগামী মাসে তিনদিনের সফরে ঢাকায় আসতে পারেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বার্তা সংস্থা ইউএনবি এই তথ্য নিশ্চিত করেছে।

মাহমুদ আব্বাসের সম্ভাব্য সফরের সময় সূচি অনুযায়ী আগামী ১-৩ ফেব্রুয়ারি তিনি ঢাকা এসে পৌঁছাতে পারেন। সফরে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ড. রিয়াদ আল মালিকীও থাকতে পারেন।

এর আগে গত বছরের ফেব্রুয়ারি ফিলিস্তিনের প্রেসিডেন্ট বাংলাদেশে যাত্রা বিরতি করে ছিলেন।

ঢাকা নিযুক্ত ফিলিস্তিনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইউসুফ এসওয়াই রামাদান জানিয়েছেন, প্রেসিডেন্টের সফরের বিষয়ে একটি প্রস্তাব করা হয়েছে। তবে সফরের সময় সূচি এখনও চূড়ান্ত হয়নি।বাংলাদেশ সব সময় ফিলিস্তিনের জনগণের স্বাধীকার আন্দোলনের পক্ষে সমর্থন যুগিয়ে আসছে। তা ছাড়া জাতিসংঘ, ওআইসি, ন্যামে ফিলিস্তিনের স্বার্থ রক্ষায় সবসময় সোচ্চার থাকে বাংলাদেশ।