English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০১৭ ১৯:৫৮

‘দেশ ব্যাপী নিরক্ষর মুক্তকরণের কাজে এনজিও বাছাই চলছে’

নিজস্ব প্রতিবেদক
‘দেশ ব্যাপী নিরক্ষর মুক্তকরণের কাজে এনজিও বাছাই চলছে’
মোস্তাফিজুর রহমান ফিজার

ঢাকা: দেশ ব্যাপী শুরু হচ্ছে নিরক্ষর মুক্তকরণ কাজ। এ লক্ষ্যে ৪৫ লাখ মানুষকে অক্ষর জ্ঞান দেওয়ার জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) বাছাই শুরু হয়েছে।

একাজে এনজিওর পাশপাশি স্থানীয় ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের সব সংগঠন এবং শিক্ষক ও শিক্ষিত সচেতন মানুষ। নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

তিনি বলেন, সম্প্রতি দিনাজপুরের ‘ফুলবাড়িয়া ও পার্বতীপুর’ উপজেলাকে নিরক্ষর মুক্ত করা হয়েছে। 

মন্ত্রী আরো জানান, ২০১৪ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি (একনেক) ৪৫২ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। এ টাকা দিয়ে দেশের ২৫০ উপজেলার ৪৫ লাখ মানুষকে অক্ষর জ্ঞান দিতে কাজটি করবে সেরকারি উন্নয়ন সংস্থা। সরকারের এই কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন, শিক্ষিত মানুষকে সম্পৃক্ত করা হবে।

গণশিক্ষা মন্ত্রী বলেন, ফুলবাড়িয়া ও পার্বতীপুর উপজেলার ১৯টি ইউনিয়নের প্রায় ৫০ হাজার নিরক্ষরমুক্ত মানুষকে এক বছরের মধ্যে অক্ষরজ্ঞান দেওয়া হয়েছে। এ দু’টি উপজেলাকে নিরক্ষরমুক্ত ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, একনেকে পাস করা এ প্রকল্প বাস্তবায়নে জন্য ইতোমধ্যে এনজিও বাছাইয়ের প্রক্রিয়া চলছে। এই প্রকল্প সঠিক বাস্তবায়নের লক্ষে নির্ধারিত ২৫০ উপজেলার নিরক্ষর মানুষের জরিপ থাকা প্রয়োজন। জরিপ কাজ শেষ করে ২০১৭ সালের মাঝামাঝি সময়ে নিরক্ষর মুক্তের কাজ শুরু করা হবে।