English Version
আপডেট : ২০ জানুয়ারি, ২০১৭ ১৯:১০

‘শুধু রাজনৈতিক বক্তৃতা দেবেন না’

নিজস্ব প্রতিবেদক
‘শুধু রাজনৈতিক বক্তৃতা দেবেন না’

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আপনারা শুধু রাজনৈতিক বক্তৃতা দেবেন না। মাদকের বিরুদ্ধে ক্যাম্পেইন গড়ে তুলবেন। নিজ এলাকা মাদকমুক্ত করে তুলবেন। 

শুক্রবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই আহ্বান জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশের গ্রামে গ্রামে ইয়াবা পৌঁছে গেছে। এসব সেবনে আমাদের পরবর্তী প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। অচিরেই যদি ইয়াবা রোধ করা না যায়, তবে একটা প্রজন্ম গ্যাপ তৈরি হবে।