English Version
আপডেট : ২০ জানুয়ারি, ২০১৭ ০২:০১

ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু আজ

নিজস্ব প্রতিবেদক
ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু আজ

টঙ্গীর তুরাগ তীরে আজ শুক্রবার বাদ ফজর থেকে তিনদিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে চলতি বছরের বিশ্ব ইজতেমা শেষ হবে। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি আখেরি মোনাজাতে শরিক হবেন।

শুক্রবার দ্বিতীয় পর্বের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম দিন হওয়ায় ইজতেমা ময়দানে জুমার নামাজ অনুষ্ঠিত হবে। জুমার নামাজে ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলার লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি মানুষ অংশ গ্রহণ করবেন।

আগামী রোববার বেলা ১১টা থেকে পৌনে ১২টার মধ্যে যে কোনো সময় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ২০১৭ সালের ৫২তম বিশ্ব ইজতেমা শেষ হবে।

বিশ্ব ইজতেমার মুরুব্বি মাওলানা গিয়াস উদ্দিন জানান, শুক্রবার ফজরের নামাজের পর বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ আলেমদের আমবয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের তিনদিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে।

এদিকে ইজতেমার সার্বিক নিরাপত্তা প্রসঙ্গে টঙ্গী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও পাঁচস্তরের নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), পুলিশ, গোয়েন্দা (ডিবি) পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য ইজতেমা মাঠে ও আশপাশে এলাকার নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

দ্বিতীয় পর্বে রাজধানী ঢাকাসহ যেসব জেলার মুসল্লি অংশ নেবেন তাঁরা হলেন- চাঁদপুর, নোয়াখালী, পাবনা, নওগাঁ, কিশোরগঞ্জ, কক্সবাজার, বাগেরহাট, কুষ্টিয়া, বরগুনা, বরিশাল, হবিগঞ্জ, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, মেহেরপুর, লালমনিরহাট ও দিনাজপুর।