English Version
আপডেট : ২০ জানুয়ারি, ২০১৭ ০১:৫০

'শহীদ আসাদের আত্মত্যাগের মধ্য দিয়েই আইয়ুবের পতন হয়'

অনলাইন ডেস্ক
'শহীদ আসাদের আত্মত্যাগের মধ্য দিয়েই আইয়ুবের পতন হয়'

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'শহীদ আসাদের আত্মত্যাগের মধ্য দিয়েই পরবর্তীকালে স্বৈরশাসক আইয়ুব খানের পতন হয়।'

প্রধানমন্ত্রী বলেন, 'বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাসে ২০ জানুয়ারি একটি তাৎপর্যপূর্ণ দিন। ১৯৬৯ সালের এদিনে ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে শহিদ হন ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান।' 

বৃহস্পতিবার শহীদ আসাদ দিবস উপলক্ষে এক বাণীতে আসাদসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে প্রধানমন্ত্রী এ কথা বলেন।   প্রধানমন্ত্রী বলেন, 'ছয়-দফার স্বপক্ষে প্রবল জনমতের জোয়ার দেখে আতঙ্কিত সামরিক জান্তা আইয়ুব খান বঙ্গবন্ধুর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করে, যা আগরতলা ষড়যন্ত্র মামলা নামে সমধিক পরিচিত। বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ঘোষিত ছয়দফা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতির স্বাধীনতা আন্দোলন নতুন মাত্রা পায়। বঙ্গবন্ধু পরিণত হন নিপীড়িত ও নির্যাতিত বাঙালির মুক্তির মূর্ত প্রতীকে। কারাগারে আটক বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে গর্জে উঠে সারা বাংলার মানুষ।'   ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ছাত্র-জনতার এক সমাবেশে পুলিশের গুলিতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র আসাদুজ্জামান। -বাসস।