English Version
আপডেট : ১৮ জানুয়ারি, ২০১৭ ১০:৫৩

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আইভীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আইভীর সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াত আইভী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

মঙ্গলবার রাতে সেলিনা হায়াত্ আইভী গণভবনে গিয়ে সাক্ষাৎ করেন।    এসময় দ্বিতীয়বারের মত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় সেলিনা হায়াত আইভীকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ একথা জানান।   রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন নবনির্বাচিত মেয়রের অধীনে নারায়ণগঞ্জের দ্রুত উন্নয়ন হবে বলে। তিনি আইভীর সাফল্য কামনা করেন। মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে আইভী রাষ্ট্রপতির দোয়া কামনা করেন।