English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৭ ১৮:২৫

শাকিরার সঙ্গে পলকের সেলফি

নিজস্ব প্রতিবেদক
শাকিরার সঙ্গে পলকের সেলফি

ঢাকা: বিশ্বের জনপ্রিয় গায়িকা শাকিরার সঙ্গে সেলফি তুলে নিজের ফেসবুকে পোস্ট করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

গতকাল সোমবার এ সেলফি পলক তাঁর ফেসবুকে পোস্ট করেন। এ মুহূর্তে সুইজারল্যান্ডের ডাভোসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি।

ফেসবুকে প্রতিমন্ত্রী লেখেন, ‘আমার প্রিয় একজন গায়িকার সঙ্গে। তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক বৈঠকে ক্রিস্টাল অ্যাওয়ার্ড পেয়েছেন।’

শাকিরা ‘হোয়ারএভার হোয়েনএভার’, ‘লন্ড্রি সার্ভিস’ প্রভৃতি অ্যালবামের মাধ্যমে সারা বিশ্বে সমাদৃত। ২০১০ সালের ফুটবল বিশ্বকাপে তাঁর গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ তুমুল জনপ্রিয়তা পায়। স্বামী ফুটবলার জেরার্দ পিকের সঙ্গে শাকিরা এখন স্পেনের বার্সেলোনায় থাকেন।