English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৭ ১৭:৩৪

অতিরিক্ত ডিআইজি পদে নিয়োগ পেলেন কাহার আকন্দ

নিজস্ব প্রতিবেদক
অতিরিক্ত ডিআইজি পদে নিয়োগ পেলেন কাহার আকন্দ

ঢাকা: অতিরিক্ত ডিআইজি পদে নিয়োগ পেলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় কাহার আকন্দকে ১২ জানুয়ারি বা তার যোগদানের তারিখ থেকে এক বছরের চুক্তিতে অতিরিক্ত ডিআইজি পদে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে। তার চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে।

কাহার আকন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলা, পিলখানা হত্যাকাণ্ডসহ আলোচিত বহু মামলার তদন্ত করেছেন। এই পুলিশ কর্মকর্তা বঙ্গবন্ধু এভিনিউয়ে ২১ আগাস্ট গ্রেনেড হামলার ঘটনার বিষয়টিও তদন্ত করছেন।