English Version
আপডেট : ১৫ জানুয়ারি, ২০১৭ ১১:০০

ইজতেমার আখেরি মুনাজাতে মুসল্লিদের ঢল

নিজস্ব প্রতিবেদক
ইজতেমার আখেরি মুনাজাতে মুসল্লিদের ঢল

টঙ্গী থেকে: বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগমুখী ধর্মপ্রাণ লাখ লাখ মুসল্লিদের ঢল নেমেছে।

আজ রোববার সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

এবারও আখেরি মোনাজাত পরিচালনা করবেন ভারতের তাবলিগ জামাতের অন্যতম শীর্ষ মুরুব্বি মাওলানা সাদ। আখেরি মোনাজাতের আগে মুসল্লিদের উদ্দেশ্যে ইমান আমল মজবুত করতে হেদায়েতি বয়ান করেন শীর্ষ মুরুব্বি মাওলানা সাদ।     মুনাজাতে অংশ নিতে গতরাত থেকে তীব্র শীত উপেক্ষা করে বিভিন্ন জেলা থেকে বাস, ট্রাক ও পিকআপ ভ্যানে করে মুসল্লিরা এসেছেন তুরাগ তীরে। তবে ঢাকা ও এর আশপাশ থেকে অনেকে পায়ে হেঁটে, রিকশা ও ভ্যানযোগেও আসতে দেখা গেছে।    বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী ২০ জানুয়ারি থেকে। ২৩ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের ৫৬তম বিশ্ব ইজতেমার আসর।