English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০১৭ ১৭:৩৮

রোববার ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত

নিজস্ব প্রতিবেদক
রোববার ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত
আখেরি মোনাজাত রত মুসল্লিদের-ফাইল ছবি

মোঃ ইলিয়াছ মোল্লাঃ মহান আল্লাহ তায়ালার নৈকট্য লাভের ব্যাকুলতায় দ্বীনের দাওয়াতে মেহনত করার জন্য ইসলামের মর্মবাণী সর্বত্র পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন শনিবারেও ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে ছুটে আসছেন টঙ্গীর তুরাগ তীর ইজতেমা ময়দানে। 

এদিকে তাবলিগ জামাতের মরব্বিরা জানিয়েছেন আগামীকাল সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। জামাতের শীর্ষ স্থানীয় মুরব্বি দিল্লির মারকাজের শূরা সদস্য হযরত মাওলানা মুহাম্মদ সাদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে জানিয়েছে আয়োজক কমিটি।

আরো এক মুসল্লির মৃত্যুঃ বিশ্ব ইজতেমা ময়দানে আরো এক মুসল্লি ইন্তেকাল করেছেন। তার নাম তারা মিয়া (৬৫)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের জগতশাহ গ্রামে। এনিয়ে গত দুই দিনে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে ইজতেমা ময়দানে ৭ মুসল্লির মৃত্যু হয়েছে।

বিশ্ব ইজতেমার অন্যতম আকর্ষণ যৌতুকবিহীন বিয়ে এবারও হচ্ছে না। দ্বিতীয় দিন বাদ আছর ইজতেমা ময়দানে কনের অনুপস্থিতিতে যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হতো। গত বছরের মতো এবছরও ওই বিয়ের আয়োজন থাকছেনা বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন।

ইজতেমা ময়দানে আগত মুসল্লিদের সুবিধার্থে কয়েকটি রুটে যানবাহন চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ। তিনি জানান, মোনাজাতে মুসল্লীদের আসা ও যাওয়া নিরাপদ করতে শনিবার দিবাগত মধ্যরাত থেকে মোনাজাত অনুষ্ঠান পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর হতে ভোগড়া বাইপাস মোড় পর্যন্ত এবং মীরের বাজার হতে কামারপাড়া হয়ে আশুলিয়া সড়কে সকল প্রকার যানবাহ চলাচল নিষিদ্ধ করেছে পুলিশ। তবে ওই এলাকা পুলিশের স্টিকারযুক্ত সীমিত সংখ্যক গাড়ি চলাচল করবে।