English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০১৭ ১১:২৯

গুলশান হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ রাজিব গান্ধী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
গুলশান হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ রাজিব গান্ধী গ্রেফতার

ঢাকা: গুলশান হামলার অন‌্যতম ‘পরিকল্পনাকারী’ হিসেবে চিহ্নিত নব‌্য জেএমবির উত্তরাঞ্চলীয় কমান্ডার জাহাঙ্গীর আলম ওরফে ‘রাজীব গান্ধীকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয় জেএমবিতে ‘রাজীব গান্ধী’ নামে পরিচিত এই জঙ্গিকে।

এব্যাপারে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে শুক্রবার রাতে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুর ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই অভিযানের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।