English Version
আপডেট : ১৩ জানুয়ারি, ২০১৭ ১৯:২৪

কৃষি গবেষণা ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক আবুল কালাম আযাদ

আতিকুর রহমান (আতিক),
নিজস্ব প্রতিবেদক
কৃষি গবেষণা ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক আবুল কালাম আযাদ

গাজীপুর: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে ডঃ আবুল কালাম আযাদ গত বুধবার (১১ জানুয়ারি) যোগদান করেছেন। 

কৃষি গবেষণা ইনস্টিটিউটের  প্রটোকল অফিসার মাহবুবা আফরোজ চৌধুরী জানান, এ পদে যোগদানের পূর্বে ডঃ আবুল কালাম আযাদ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান এবং সার্ক এগ্রিকালচার সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। 

আবুল কালাম আযাদ ১৯৮১ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে কৃষিতে স্নাতক, ১৯৮৫ সালে স্নাতকোত্তর এবং যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় হতে ১৯৯৯ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ডঃ আযাদ ১৯৮৩ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে চাকরি জীবন শুরু করেন এবং ২০০৫ সাল পর্যন্ত ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে সাফল্যের সাথে কাজ করেন। 

পরবর্তীতে তিনি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (শস্য) এবং সদস্য পরিচালক (শস্য) হিসেবে কাজ করেন। তিনি একজন সুনামধন্য উদ্যানতত্ত্ববিদ। বিভিন্ন দেশি এবং বিদেশি জার্নালে তার অর্ধশতাধিক গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। 

তিনি যুক্তরাজ্য, নরওয়ে, জার্মানি, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ড, নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক সেমিনার ও কর্মশালায় যোগদান করেন।  

আবুল কালাম আযাদ ১৯৬১ সালে গাজীপুর জেলার পোড়াবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন।