English Version
আপডেট : ১৩ জানুয়ারি, ২০১৭ ১৬:৩৭

নীলফামারীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
নীলফামারীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

নীলফামারী: দেশের উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রাম ও নীলফামারীতে দেশের আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী নীলফামারীর রাজারহাটে আজ শুক্রবার সকালে তাপমাত্রা ছিল ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি বছরের সর্ব নিম্নে তাপমাত্রার রেকর্ড।

এছাড়া রংপুর বিভাগের বেশির ভাগ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে এসেছে। পাশের বিভাগ রাজশাহীর অবস্থাও একই।  আজ সকালে রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, গতকাল বৃহস্পতিবার এটি ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বিভাগীয় শহর খুলনায় ১১ দশমিক ২, চট্টগ্রামে ১৪, ময়মনসিংহে ১১ দশমিক ৬, রাজশাহীতে ৯ দশমিক ২, রংপুরে ৬ দশমিক ৮, সিলেটে ১৩ ও বরিশালে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।