English Version
আপডেট : ১৩ জানুয়ারি, ২০১৭ ০৯:৫০

টঙ্গীতে তাবলিগ জামাতের ৫২তম বিশ্ব ইজতেমা শুরু

নিজস্ব প্রতিবেদক
টঙ্গীতে তাবলিগ জামাতের ৫২তম বিশ্ব ইজতেমা শুরু
টঙ্গীতে তাবলিগ জমাতে ৫২তম বিশ্ব ইজতেমা শুরু

টঙ্গীর তুরাগ তীরে বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তাবলিগ জামাতের আয়োজনে বৃহত্তম মুসলিম জমায়েত ৫২তম বিশ্ব ইজতেমা। নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ডাকা ময়দানে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ইজতেমার প্রথম পর্ব।

আজ শুক্রবার (১৩ জানুয়ারি) বাদ ফজর মাওলানা ওবায়দুল খোরশেদের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ১৫ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই পর্বের সমাপ্তি ঘটবে। 

প্রথম পর্বে দেশের ১৭টি জেলার প্রায় ২০ লাখ মুসল্লি অংশ পাশাপাশি দুই হাজার বিদেশি মেহমানসহ অংশ নিচ্ছেন। 

আগামী ২০ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি দ্বিতীয় পর্বে আরও ১৫ জেলার মুসল্লি অংশ নেবেন। আগামী বছর বাকি ৩২ জেলার মুসল্লি তুরাগতীরে সমবেত হবেন।

প্রথম পর্বে অংশ নেয়া জেলা হচ্ছে- ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়ীয়া, মানিকগঞ্জ, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, গাজীপুর, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, গোপালগঞ্জ, শরীয়তপুর, সাতক্ষীরা ও যশোর।

এদিকে ইজতেমার প্রথম দিন শুক্রবার হওয়া দেশের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হবে এই ময়দানেই। এ উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন উপজেলা এবং আশপাশের জেলা থেকে বিপুলসংখ্যক মুসল্লি এ বৃহৎ জুমার নামাজে শরিক হবেন।