English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৭ ১৯:৪৭

‘জঙ্গিবাদ প্রতিরোধে কাজ করতে কোস্টগার্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান’

নিজস্ব প্রতিবেদক
‘জঙ্গিবাদ প্রতিরোধে কাজ করতে কোস্টগার্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান’
চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডকে সিজিএস তাজউদ্দীন আহমদ ও সিজিএস সৈয়দ নজরুল ইসলাম-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও স্বারাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম: জঙ্গিবাদ প্রতিরোধে কোস্টগার্ডকেও কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডকে সিজিএস তাজউদ্দীন আহমদ ও সিজিএস সৈয়দ নজরুল ইসলাম নামের দুটি জাহাজ কমিশনকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

তিনি বলেছেন, ‘জঙ্গিবাদ প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। উপকূলীয় এলাকায় কোস্ট গার্ড আস্থা ও নির্ভরতার প্রতীক। তাই জঙ্গিবাদ প্রতিরোধে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কোস্ট গার্ডকেও কাজ করতে হবে। সমুদ্র পথে আন্তর্জাতিক বাণিজ্যসহ বঙ্গোপসাগরের বিপুল সম্পদ রক্ষায়ও যথাযথ দায়িত্ব পালন করতে হবে কোস্ট গার্ডকে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘গত আট বছরে সংস্থাটি ৩০টি সাইক্লোন সেন্টার স্থাপন করেছে। কোস্ট গার্ডে আধুনিক যান সরবরাহের জন্য বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ শিপইয়ার্ড ও খুলনা শিপইয়ার্ডে নতুন যান তৈরি করা হচ্ছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোস্ট গার্ডের জাহাজ দুটি তৈরি করে দেওয়ায় ইতালির সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।