English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৭ ১৩:৩০

প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি: মামলার প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি: মামলার প্রতিবেদন  দাখিল ১৯ ফেব্রুয়ারি

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে সময় পিছিয়ে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) প্রতিবেদন দাখিল করার কথা ছিল। মামলার তদন্ত সংস্থা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) এজন্য আরো সময় চাইলে আদালত তা মঞ্জুর করেন।

ডিএমপির আবেদন মঞ্জুর করে ঢাকা মহানগর হাকিম গোলাম নবী আগামী ১৯ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলে নতুন সময় নির্ধারণ করেন।

গত ২৭ নভেম্বর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। এ কারণে এটি তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরি অবতরণ করে। ত্রুটি মেরামত করার পর চার ঘণ্টা পর ওই বিমানে করেই প্রধানমন্ত্রী বুদাপেস্টে পৌঁছান।