English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০১৭ ১৭:২৪

‘সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করুন’

নিজস্ব প্রতিবেদক
‘সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করুন’

ঢাকা : সততা ও নিষ্ঠা এবং একাগ্রতার সাথে দায়িত্ব পালন করতে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৫৯ জেলা পরিষদ চেয়ারম্যানের শপথ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।    শেখ হাসিনা বলেন, আমি চাই সততা, নিষ্ঠা, একাগ্রতার সাথে আপনারা স্ব-স্ব দায়িত্ব পালন করবেন। আমাদের মূল্য লক্ষ্যটা হবে মানুষের সেবা করা।   তিনি বলেন, আমাদের লক্ষ্য দেশের মানুষের কল্যাণে কাজ করা। আপনার স্ব স্ব জেলার উন্নয়নে কাজ করবেন। সমস্যাগুলো খুঁজে বের করবেন। তারপর সেগুলো সমাধানে কাজ করবেন।