English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০১৭ ১৩:৪৪

এসআই পরীক্ষার সময়সূচি পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
এসআই পরীক্ষার সময়সূচি পরিবর্তন

ঢাকা: পুলিশে ২০১৬ সালের বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। তবে পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়নি। পরীক্ষা আগামী ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি নির্ধারিত ছিল। অনিবার্যকারণে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) সকালে পুলিশ সদর দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন আগামী ২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১টার পরিবর্তে একইদিন বিকাল ২টা হতে ৫টা পর্যন্ত। মনস্তত্ত্ব পরীক্ষায় পরিবর্তন আনা হয়নি। আগামী ৩ ফেব্রুয়ারি সকাল ১০টা হতে সকাল সাড়ে ১০টা পর্যন্ত মনস্তত্ত্ব পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

সাধারণ জ্ঞান ও পাটিগণিত ৪ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ১টার পরিবর্তে একইদিন বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।