English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০১৭ ১৩:১২

শপথ নিলেন নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানরা

নিজস্ব প্রতিবেদক
শপথ নিলেন নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানরা
প্রধানমন্ত্রীর কার্যালয়

ঢাকা: প্রথমবারের মতো জনপ্রতিনিধিদের ভোটে নির্বাচিত জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তাদের শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ শপথ অনুষ্ঠিত হয়।

পরিষদের ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথের দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর বুধবার দেশের ৬১টি জেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ-সমর্থিত ২১ জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। বাকী ৩৮ জেলার মধ্যে ২৫টিতে আওয়ামী লীগ, ১২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী এবং ১টিতে স্বতন্ত্র নির্বাচিত হন। বগুড়া ও কুষ্টিয়ায় চেয়ারম্যান পদে ভোট স্থগিত আছে। 

বিএনপিসহ ইসিতে নিবন্ধিত অন্য কোনো দল প্রার্থী না দেয়ায় এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয় আওয়ামী লীগ মনোনীত ও একই দলের বিদ্রোহী প্রার্থীর মধ্যে।