English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০১৭ ১২:৫৯

দেশের প্রথম চা প্রদর্শনী বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
দেশের প্রথম চা প্রদর্শনী বৃহস্পতিবার

ঢাকা: দেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে চায়ের প্রদর্শনী ‘বাংলাদেশ টি এক্সপো’। আগামীকাল বৃহস্পতিবার এই প্রদর্শনী শুরু হবে।

মঙ্গলবার প্রদর্শনীর আয়োজক বাংলাদেশ চা বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার পুষ্পগুচ্ছ হলে আগামী ১২ জানুয়ারি এ প্রদর্শনী শুরু হবে। চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। প্রদর্শনী প্রথম দিন দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং দ্বিতীয় ও তৃতীয় দিন সকাল ১০টা  থেকে  রাত ১০টা পর্যন্ত চলবে।

প্রদর্শনীতে ৩০টি প্যাভিলিয়ন ও ১৬টি স্টল থাকবে। এই প্রদর্শনী উপভোগ করতে ফেসবুক পেজ www.facebook.com/bdteaexpo-এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। বিনামূল্যে রেজিস্ট্রেশন করা যাবে।

বাংলাদেশ চা বোর্ডের এই আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে- সিটি গ্রুপ, ডানকান ব্রাদার্স বাংলাদেশ লিমিটেড, ফিনলে টি, এইচআরসি, ইস্পাহানী এবং সিলোন টি।

এর আগে গত ১৮ ডিসেম্বর সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশের প্রথম এই চা প্রদর্শনীর ঘোষণা দিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সে সময় মন্ত্রী বলেন, বাংলাদেশের চা শিল্পকে পরিচিত করতে একটি মাধ্যম গড়ে তোলা এবং দেশে-বিদেশে চা প্রেমীদের কাছে এ শিল্পকে তুলে ধরাই এ প্রদর্শনীর মূল উদ্দেশ্য।