English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০১৭ ২৩:৫৯

রোহিঙ্গা ইস্যু: সুচির বিশেষ দূত ঢাকা কাল বৈঠক

নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গা ইস্যু: সুচির বিশেষ দূত ঢাকা কাল বৈঠক

মায়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী উ চ থিন দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চির বিশেষ দূত হিসেবে ঢাকায় এসে পৌঁছেছেন। তিনি তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

মঙ্গলবার বিকেলে উ চ থিন নভো এয়ারের একটি ফ্লাইটে ইয়াংগুন থেকে ঢাকায় আসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, মায়ানমারের এই প্রতিনিধি দল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শহীদুল হকের সঙ্গে বৈঠক করবেন বলে।

দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনার জন্য তাকে (থিন) বিশেষ দূত হিসেবে পাঠানো হয়েছে। তবে বৈঠকের বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা ইস্যুটিকে আলোচনায় প্রধান্য দেয়া হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

ইতোমধ্যে মায়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর অনুপ্রবেশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা।

গত ৯ অক্টোবর মায়ানমারের তিনটি সীমান্ত পোস্টে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলায় নয় সীমান্ত পুলিশ নিহত হওয়ার পর রাখাইন রাজ্যের রোহিঙ্গা অধ্যুষিত জেলাগুলোতে সেনা অভিযান শুরু হয়।

জাতিসংঘের মতে, ওইদিন থেকে এ পর্যন্ত প্রায় ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।  ঢুকেছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য থেকে জানা যাচ্ছে।