English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০১৭ ১৯:৫৪

‘পর্যায়ক্রমে সব জেলাকে রেলের আওতায় আনা হবে’

নিজস্ব প্রতিবেদক
‘পর্যায়ক্রমে সব জেলাকে রেলের আওতায় আনা হবে’

ঢাকা: রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি বলেছেন, 'দেশের সকল জেলাকে পর্যায়ক্রমে রেলের আওতায় আনা এবং সকল সিঙ্গেল গেজ রেললাইনকে ডুয়েল গেজে রূপান্তর করা হবে।'

তিনি আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে নীলফামারী উন্নয়ন মেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

এ সময় মন্ত্রী আরো বলেন, 'আগামী ২৪ জানুয়ারি থেকে নীলফামারী-ঢাকা রুটে চলাচলকারী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে নতুন আমদানি করা লাল-সবুজের কোচ সংযোজন করা হবে।'

'দেশের এমন কোন গ্রাম নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি' এমনটি দাবি করে মন্ত্রী মুজিবুল হক বলেন, 'বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সময়োপযোগী পদক্ষেপের কারণেই গোটা দেশে আজ উন্নয়নের জোয়ার বইছে।' সভা শেষে মন্ত্রী উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বাসস।