English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০১৭ ১৯:২৪

বিদ্যুতের তার যাবে মাটির নিচে

নিজস্ব প্রতিবেদক
বিদ্যুতের তার যাবে মাটির নিচে

ঢাকা: রাজধানী ঢাকার সব বিদ্যুতিক তারকে আগামী ২০২৫ সালের মধ্যে ‘ভূগর্ভস্থ বিদ্যুৎ ক্যাবল ব্যবস্থা’র আওতায় নিয়ে আসার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। 

এর ফলে রাস্তার সব বিদ্যুতের তার মাটির নিচ দিয়ে যাবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সম্প্রতি এ তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং নগরীর সৌন্দর্য বৃদ্ধি’।

এরই মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়নে ২০ হাজার কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও কয়েকটি প্রকল্প নেওয়া হচ্ছে। এতে ব্যয় হবে লক্ষাধিক কোটি টাকা। 

সরকার আশা করছে, ২০২৫ সালের মধ্যে রাজধানীর সব এলাকার বিদ্যুতের তার চলে যাবে মাটির নিচে। বিদ্যুতের কোনো খাম্বা থাকবে না। বাড়ির আনাচে-কানাচে বা ফুটপাতের মাথার ওপরে ঝুলবে না কোনো তার। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতের সংখ্যা অনেক কমে যাবে বলে মনে করা হচ্ছে।

সরকারি সূত্র জানা গেছে, এ প্রকল্প বাস্তবায়নে ডেসকোর জন্য ইতোমধ্যে একজন পরামর্শকও নিয়োগ দেওয়া হয়েছে।