English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০১৭ ০০:৪৭

‘জাতীয় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মতৈক্য জরুরি’

নিজস্ব প্রতিবেদক
‘জাতীয় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মতৈক্য জরুরি’

ঢাকা: জাতীয় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হওয়া জরুরি বলে জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

সোমবার (৯ জানুয়ারি) বঙ্গভবনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) নেতৃবৃন্দ তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।

এসময় বাসদের ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। বাসদ সার্চ কমিটি ও নতুন ইসি গঠনের বিষয়ে ৫ দফা প্রস্তাব উপস্থাপন করে বাসদ।

এসব প্রস্তাবে রয়েছে নির্বাচন কমিশনার নিয়োগের জন্য সংবিধান অনুযায়ী আইন প্রণয়ন, বর্তমান ৫ সদস্যের বদলে ৯ সদস্যের ইসি গঠন, জাতীয় বাজেটে ইসির জন্য পৃথক বরাদ্দ দান এবং যারা দেশের সংবিধানের ৪ মূলনীতিতে বিশ্বাসী তাদেরই নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দান।

ইসি গঠন বিষয়ে গঠনমূলক প্রস্তাব দেয়ার জন্য বাসদের প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি ।

পরে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি জাতীয় সমাজতান্ত্রিক দলের (আম্বিয়া) সঙ্গে আলোচনা করেন। ৩৫ মিনিটের আলোচনায় জাতীয় সমাজতান্ত্রিক দল সার্চ কমিটি ও নতুন ইসি গঠন বিষয়ে ৫ দফা প্রস্তাব দেয়।

শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বে তাদের প্রস্তাবে রয়েছে ইসির ধারাবাহিকতা বজায় রাখতে পর্যায়ক্রমে নির্বাচন কমিশনাদের নিয়োগ দান এবং প্রশাসনিক অভিজ্ঞ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের দ্বারা ইসি গঠন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘ইসির ওপর সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের গুরত্বপূর্ণ বিষয় হলো একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং রাজনৈতিক দলগুলোর মতামত ও প্রস্তাবসমূহ একটা ইতিবাচক ভূমিকা রাখবে।’

গত ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে আলোচনা শুরুর মাধ্যমে ইসি গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার আনুষ্ঠানিক আলোচনার সূচনা করেন।

আগামী ফেব্রুয়ারিতে কাজী রকিবউদ্দিন আহমদের নেতৃত্বাধীন ইসির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে তিনি এই সংলাপের উদ্যোগ গ্রহণ করেন।