English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০১৭ ২২:৪১

মন্ত্রিসভায় ১৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
মন্ত্রিসভায় ১৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত

ঢাকা : গাজীপুরে তিতাস গ্যাসের সঞ্চালন পাইপ লাইন নির্মাণের জন্য ১৩ হাজার ৩৫৬টি গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। তবে এসব গাছ কাটার পর তিতাসকে দ্বিগুণ গাছ রোপন করতে হবে। অর্থাৎ আরো ২৬ হাজার গাছ রোপন করতে হবে তিতাসকে।   সোমবার (৯ জানুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। সভাশেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। 

সচিব জানান, প্রকল্পটি বাস্তবায়নের জন্য বন বিভাগের প্রাকৃতিক ও সৃজিত বনের বৃক্ষ কর্তন ও অপসারণের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তিন কিলোমিটার এলাকা জুড়ে ১৩ হাজার ৩৫৬টি গাছের মধ্যে বিক্রি যোগ্য বড় গাছ চার হাজার ১১টি এবং চারা গাছ ৯ হাজার ৩৪৫টি।   তিনি আরো বলেন, 'আগামী ২০২২ সাল পর্যন্ত সব ধরনের গাছ কাটা নিষেধ রয়েছে। তবে জনস্বার্থে গাছ কাটার প্রয়োজন পড়ায় মন্ত্রিসভার অনুমোদনে এখন গাছ কাটা যাবে।'