English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০১৭ ১৯:১৭

প্রসিকিউটর তুরিনের গাড়িতে হামলা

নিজস্ব প্রতিবেদক
প্রসিকিউটর তুরিনের গাড়িতে হামলা

ঢাকা : গাইবান্ধার পলাশবাড়ীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব‌্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজের গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে তিনি অক্ষত আছেন বলে জানিয়েছেন।  

সোমবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে এই হামলার ঘটনা ঘটে।  

তুরিন আফরোজ বলেন, নীলফামারী থেকে ঢাকায় ফেরার পথে পলাশবাড়ীতে আগে থেকে ওঁৎপেতে থাকা দুর্বৃত্তরা হামলা চালায়। হামলাকারীরা সেখানে মোটরসাইকেল নিয়ে অবস্থান করছিল।

সম্প্রতি তুরিন আফরোজের বাবা তছলিম উদ্দিন আহমেদ পরলোকগমন করেন। নীলফামারীর জলঢাকার চাওরাডাঙ্গি গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করে সোমবার ঢাকায় ফিরছিলেন।