English Version
আপডেট : ৮ জানুয়ারি, ২০১৭ ২২:৩২

ইজতেমায় কোনো ‘জঙ্গি’ হুমকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
ইজতেমায় কোনো ‘জঙ্গি’ হুমকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা : বিশ্ব ইজতেমায় কোনো ‘জঙ্গি’ হুমকি নেই। তারপরও আমাদের গোয়েন্দাবাহিনী সব কিছু মাথায় নিয়েই কাজ করছি।

রোববার (৮ জানুয়ারি) দুপুরে গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার চুড়ান্ত প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিশ্ব ইজতেমা সুন্দর হবে। আমরা সবসময় প্রস্তুত রয়েছি। আমাদের প্রধানমন্ত্রী সবসময় বিশ্ব ইজতেমার প্রতি খেয়াল রাখছেন, আরো কী সহযোগিতা করা যায় তারও খোঁজ খবর নিচ্ছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো আলোচনা করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, আইজিপি এ কে এম শহীদুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, গাজীপুরের পুলিশ সুপার, গাজীপুর মহানগর আওয়ামীগের সভাপতি আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ প্রমুখ বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও তাদের প্রতিনিধিরা বিশ্বইজতেমার প্রস্তুতির তথ্য তুলে ধরেন।

বিশ্ব ইজতেমাকে ঘিরে কোনো 'জঙ্গি' সংগঠনের হুমকি আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো হুমকি আমাদের কাছে নেই। আমাদের গোয়েন্দাবাহিনী কাজ করছে। আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত চৌকষ। কাজেই আমরা মনে করি যা কিছুই চিন্তাভাবনা আছে সবগুলো মাথায় নিয়েই আমরা কাজ করছি।

আগামী ১৩ জানুয়ারী তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে। প্রথম পর্ব শেষ হওয়ার চার দিন পর ২০ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব।