English Version
আপডেট : ৮ জানুয়ারি, ২০১৭ ১৫:০৭

পদ্মাসেতুর সংযোগ সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন

অনলাইন ডেস্ক
পদ্মাসেতুর সংযোগ সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন

মাদারীপুর : পদ্মা সেতু প্রকল্পের জাজিরা সংযোগ সড়কের শিবচর-কাঁঠালবাড়ী অংশের উদ্বোধন হয়েছে। আজ রোববার (৮ জানুয়ারি) বেলা ১১টা ৪০ মিনিটের সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মাদারীপুরের শিবচর গোলচত্বরে এ সংযোগ সড়ক উদ্বোধন করেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী।

উল্লেখ্য, পদ্মাসেতুর উন্নয়নমূলক কাজের জন্য আগামী ১৫ জানুয়ারি কাওড়াকান্দী ফেরি ঘাটটি কাঠালবাড়ি এলাকায় স্থানান্তর করা হবে। এ কারণেই এ অ্যাপ্রোচ সড়কটি খুলে দেয়া হয়েছে।